কথায় আছে দিনে একটি করে আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন পড়ে না, তেমনই মহিলারাও যদি দিনে একটি করে আপেল খেতে পারেন তবে তারা যৌনতা অনেক বেশি করে উপভোগ করতে পারবেন৷ একটি গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যবতী মহিলারা দিনে একটি করে আপেল খেলে তাদের যৌন ক্ষমতা বেড়ে যায়৷ আপেলে পলিফেনলস ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা জননেন্দ্রিয়র মধ্যে রক্তপ্রবাহকে উত্তেজিত করে তোলে৷ এই কারণেই মহিলারা যৌনতা বেশি করে উপভোগ করতে পারেন৷ গবেষকেরা পরীক্ষার জন্য ৭৩১ জন ১৮ থেকে ৪৩ বছর বয়সি মহিলার উপর একটি গবেষণা চালান৷...

